বুধবার শুরু জাতীয় আর্চারি

আর্চারির সংবাদ সম্মেলননবম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বুধবার থেকে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে দুই দিন।

দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাব আর্চারি দলসহ মোট ৩২টি দলের ১৪২ জন ছেলে ও মেয়ে আর্চার এতে অংশ নেবেন। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে খেলা হবে। একক, দলীয় ও মিশ্র দলীয় ইভেন্টে হবে লড়াই।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জাতীয় আসর সম্পর্কিত বিস্তারিত তথ্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদসহ অন্যরা।