ডাবলিনে আটকা পড়েছেন বাংলাদেশি অ্যাথলেট-কর্মকর্তা

বাঁ থেকে ম্যানেজার শাহ আলম ও অ্যাথলেট আব্দুর রউফবৃহস্পতিবার ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হয়েছে আইএএএফ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের আব্দুর রউফ। তার সঙ্গে ম্যানেজার হিসেবে আছেন শাহ আলম। কিন্তু দুজনে আটকা পড়েছেন আয়ারল্যান্ডের ডাবলিনে। ভারী তুষারপাতের কারণে বিমান চলাচল বন্ধ, তাই বার্মিংহামের প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না রউফ।

গত ২৭ ফেব্রুয়ারি ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন রউফ ও শাহ আলম। পরের দিন ডাবলিন হয়ে বার্মিংহাম যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ফ্লাইট না ছাড়ায় এক দিন এয়ারপোর্টেও থাকতে হয়েছে বাংলাদেশের দুই প্রতিনিধিকে। 

শেষ পর্যন্ত হোটেল পেলেও ডাবলিন থেকে বেরোতে পারছেন না তারা। ডাবলিন থেকে অ্যাথলেট রউফ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ভারী তুষারপাতের কারণে আমরা ডাবলিনে আটকা পড়েছি। চারদিকে শুধু বরফ আর বরফ। এক দিন তো এয়ারপোর্টেও কাটাতে হয়েছে। কী যে হবে বুঝতে পারছি না! শনিবার আমাদের  ফ্লাইট পাওয়ার কথা। দেখা যাক কী হয়। তবে ওয়ার্ল্ড ইনডোরে যে অংশ নিতে পারছি না, তা নিশ্চিত।’ প্রতিযোগিতায় ৬০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল রউফের।

অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী বলেছেন, ‘আমাদের দুজন প্রতিনিধি ডাবলিনে আটকা পড়েছে। তবে তাদের বার্মিংহাম যেতেই হবে। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন তাদের সেখানে যেতে বলেছে। প্রতিযোগিতায় অংশ না নিলেও বার্মিংহামে যেতেই হবে।’