মাসুদ-সবুজে মুগ্ধ পাকিস্তানের কাবাডি

মাসুদ করিম (বাঁয়ে) ও সবুজ মিয়াপ্রথমবার ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে পাকিস্তানের লাহোরে হলো সুপার কাবাডি লিগ। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন কাবাডি দলের অধিনায়ক মাসুদ করিম ও সবুজ মিয়া। বিদেশি কোটায় এই দুই জন অংশ নিয়েই আয়োজকদের মন জয় করে নিয়েছেন।

২ থেকে ১০ মের এই লিগে রেইডার মাসুদ খেলছেন করাচি জোরাওয়ারসে, আর ডিফেন্ডার সবুজ শাহীওয়াল বুলসে। মাসুদের দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর সবুজ খেলেছেন সেমিফাইনালে।

তাদের দল ফাইনাল খেলতে না পারলেও মাসুদ ও সবুজের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উজ্জ্বল। টুর্নামেন্টের আগামী আসরেও খেলার নিশ্চয়তা পেয়েছেন তারা।

করাচির ক্লাবে দারুণ ছাপ রেখেছেন মাসুদ। লাহোর থেকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার কিংবা সবুজের দল ফাইনালে যেতে পারেনি। তবে আমাদের পারফরম্যান্সে দুই ক্লাবই খুশি। তারা আগামী মৌসুমেও আমাদের খেলার জন্য বলে রেখেছে।’

বাংলাদেশের দুই খেলোয়াড় শুরু থেকে সবগুলো ম্যাচই খেলেছেন। যেখানে অন্য দলের ইরান ও মালয়েশিয়ার একাধিক খেলোয়াড়দের বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। স্থানীয়দের ভিড়ে নিজেরা জায়গা করে নিতে পেরে স্বস্তিতে মাসুদ, ‘এখানে স্থানীয়দের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। বিদেশী কোটায় আমরা সবগুলো ম্যাচ খেলেছি। ইরান কিংবা অন্য দেশের খেলোয়াড়দের মধ্যে অনেককে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। তবে আমরা যতটুকু সুযোগ পেয়েছি, তাতেই চেষ্টা করেছি ভালো পারফর্ম করে দেখাতে। বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা যে ভালো করতে পারে সেটাই তাদের নতুন করে দেখিয়েছি।’

সবুজও প্রথমবার খেলতে পেরে খুশি, ‘আমরা বাংলাদেশ থেকে প্রথমবার খেলেছি। চেষ্টা করেছি ভালো খেলার। এতেই বেশ ভালো লাগছে।’

দুজনের লক্ষ্য এখন ভারতের প্রো-কাবাডি লিগে খেলা। মাসুদ বললেন সেই কথা, ‘স্থানীয়রা খুশি। পাকিস্তানের লিগে ভারতের প্রতিনিধিও ছিল। তারা প্রো-কাবাডির জন্য খেলোয়াড় পরখ করেছে। আশা করছি আমরাও ভারতের প্রো-কাবাডি লিগে খেলার সুযোগ পাব।’