২০০ মিটারে সেরা জহির-সোহাগী

সামার অ্যাথলেটিকসে ২০০ মিটারে স্বর্ণ জয়ের পর সোহাগী আক্তার ও জহির রায়হানসোহাগী আক্তারের সঙ্গে সমান গতিতে এগিয়ে যাচ্ছিলেন শিরিন আক্তার। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি, হার মেনেছেন দশমিক ১০ সেকেন্ডের ব্যবধানে। জাতীয় সামার অ্যাথলেটিকসের ২০০ মিটার দৌড়ে ২৫.১০ সেকেন্ডে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর সোহাগী। ছেলেদের বিভাগে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব বিকেএসপির জহির রায়হানের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে শিরিনের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন সোহাগী। তখনই হয়তো পণ করেছিলেন, ‘প্রতিশোধ’ নেবেন ২০০ মিটারে। শনিবার লক্ষ্য পূরণ হলেও টাইমিং নিয়ে তিনি সন্তুষ্ট নন, ‘ক্লান্তির কারণে টাইমিং ভালো হয়নি। তবে আবার ২০০ মিটারে সেরা হয়ে খুব ভালো লাগছে।’

২০১৬ সালে জাতীয় এবং গত বছর সামার অ্যাথলেটিকসে ২০০ মিটারে স্বর্ণজয়ী সোহাগীর চোখ আগামী মার্চে এসএ গেমসের দিকে, ‘এসএ গেমসে ভালো করার  চেষ্টা করবো। নেপালে স্বর্ণ জিততে পারবো কিনা জানি না, তবে ভালো টাইমিং করতে চাই।’

ইনজুরি কাটিয়ে অনেক দিন পর ট্র্যাকে ফিরে বাজিমাত করেছেন জহির। আগের দিন জিতেছিলেন ৪০০ মিটারের স্বর্ণপদক। শনিবার ২০০ মিটারে ২১.৭০ সেকেন্ডে স্বর্ণ জিতে তিনি উচ্ছ্বসিত, ‘দীর্ঘ দিন ইনজুরিতে ছিলাম। তবে এই প্রতিযোগিতায় ভালো করার আত্মবিশ্বাস ছিল। ৪০০ মিটারে রেকর্ড গড়ার আশা করেছিলাম। সেটা অল্পের জন্য হয়নি। ২০০ মিটারেও রেকর্ড হয়নি, কিন্তু আমি স্বর্ণপদক জিততে পেরে খুশি।’