এশিয়াডে বাংলাদেশের পতাকা মাবিয়ার হাতে

মাবিয়া আক্তার সীমান্তআন্তর্জাতিক গেমসে অন্য রকম এক রোমাঞ্চ পেতে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত, যেটা আগে কখনও পাননি। আগের বিভিন্ন আন্তর্জাতিক আসরের মার্চ পাস্টে সাধারণ অ্যাথলেট হিসেবে অংশ নিলেও এবার তিনি দেবেন ‘নেতৃত্ব’। সপ্তাহখানেক পর এশিয়ান গেমসের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা হাতে সবার সামনে থাকবেন এসএ গেমসের সোনা জয়ী এই ভারোত্তোলক।

এবারের এশিয়ান গেমসের আসর বসবে ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেম্বাংয়ে। ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের এই প্রতিযোগিতার মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বাহক মাবিয়া। এই দায়িত্ব পেয়ে বাংলা ট্রিবিউনের কাছে রোমাঞ্চ প্রকাশ করলেন স্বর্ণ জয়ী ভারোত্তোলক, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এশিয়াডে এখন দুটি দায়িত্ব পালন করতে হবে। প্রথম হলো- দেশের পতাকার ভার বহন করতে হবে। আরেকটা হলো, নিজের ইভেন্টে আগের চেয়ে ভালো পারফরম্যান্স করতে হবে যার বিকল্প নেই।’

গত এপ্রিলে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছিলেন মাবিয়া। এবার আগের চেয়ে বেশি ওজন তুলে এশিয়াডে ভালো করার লক্ষ্য তার, ‘অস্ট্রেলিয়াতে যে ওজন তুলেছিলাম, এবার ইন্দোনেশিয়াতে তার চেয়ে বেশি ভারোত্তোলন করতে চাই।’