ফালদো সিরিজ এশিয়া গলফের বাংলাদেশ পর্বের উদ্বোধন

ফালদোতিন দিনব্যাপী ফালদো সিরিজ এশিয়া গলফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ পর্ব আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত জুনিয়রদের এই প্রতিযোগিতা থেকে আগামী ২০১৯ সালের মার্চে ভিয়েতনামের ফাইনাল পর্বে যাবেন চার গলফার।

ছেলেদের অনূর্ধ্ব-১৬, ১৮ ও ২১ প্রত্যেক বিভাগ থেকে একজন করে এবং মেয়েদের অনূর্ধ্ব-২১ বিভাগ থেকে একজন খেলোয়াড় সুযোগ পাবেন মূল পর্বে খেলার।

ফালদো সিরিজটি বর্তমানে জুনিয়র গলফারদের সবচেয়ে বড় ট্যুর হিসেবে বিশ্বের প্রায় ৪০টি দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে শুরু হয়েছে।

গলফ ফেডারেশনের অধিভূক্ত ১৩টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমি ও সেনাবাহিনীর ৭৯ জন জুনিয়র গলফার বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অংশ নিয়েছে।