মঙ্গলবার শুরু জাতীয় মহিলা হ্যান্ডবল

handballজাতীয় মহিলা হ্যান্ডবলের ২৯তম আসর শুরু হচ্ছে মঙ্গলবার। প্রতিযোগিতার ভেন্যু শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম।

শুরুতে ১২টি দল নিয়ে হবে গ্রুপ পর্ব। এরপর চার গ্রুপের সেরা চার দল এবং গতবারের চ্যাম্পিয়ন বিজেএমসি ও রানার্স-আপ বাংলাদেশ আনসার অংশ নেবে দ্বিতীয় পর্বে।

৬টি দল দ্বিতীয় পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উঠবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।

এবারের প্রতিযোগিতায় বিজেএমসি ও আনসার ছাড়া বাকি ১২টি দল হলো-ফেনী, জামালপুর, নওগাঁ, নড়াইল, ঢাকা, পঞ্চগড়, গোপালগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বান্দরবান এবং বাংলাদেশ পুলিশ।