মার্চে নয়, ডিসেম্বরে নেপালে এসএ গেমস

এসএ গেমসের লোগোএ মাসেই নেপালের কাঠমান্ডু ও পোখরায় সাউথ এশিয়ান বা এসএ গেমস হওয়ার কথা ছিল। কিন্তু মার্চে প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয় নেপালের পক্ষে।

ত্রয়োদশ এসএ গেমসের আয়োজক পাল্টে যায়নি, তবে নেপালে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ হবে আগামী ডিসেম্বরে।

১ থেকে ১০ ডিসেম্বর দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে ৭টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল।  সর্বশেষ চারটি আসরে অংশ নিলেও নেপাল এসএ গেমসে নেই আফগানিস্তান।

রবিবার ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভাশেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে হবে এসএ গেমস। আমরা আয়োজকদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, আবারও পেছালে বাংলাদেশ এসএ গেমসে অংশ নেবে না। কারণ, এসএ গেমসের পরেই বাংলাদেশ গেমস আয়োজন করতে হবে আমাদের।’

আর বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার  জানিয়েছেন, ‘এবারের এসএ গেমসে আফগানিস্তান অংশ নেবে না।’

২০১৬ সালে ভারতের শিলং-গৌহাটিতে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে চারটি সোনা জিতেছিল বাংলাদেশ। সাঁতারু মাহফুজা খাতুন শীলা দুটি এবং ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শুটার শাকিল আহমেদ একটি করে শিরোপা উপহার দিয়েছিলেন দেশকে। 

নেপালে ২৭টি খেলায় লড়াই হবে। আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, জুডো, কাবাডি, কারাতে, খোখো, প্যারাগ্লাইডিং, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি এবং উশুতে অংশ নেবেন প্রতিযোগীরা।