রেকর্ড গড়েই চলেছেন জুনায়না

জুনায়না আহমেদজাতীয় সাঁতারের তৃতীয় দিনেও জুনায়না আহমেদের দাপট। মঙ্গলবার আরও দুটি রেকর্ড গড়েছেন লন্ডন থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত এই সাঁতারু। জাতীয় সাঁতারে ৬টি সোনা জিতে মেয়েদের ইভেন্টে শীর্ষে নৌবাহিনীর এই সাঁতারু।

প্রতিযোগিতার প্রথম দুই দিনে চারটি সোনার মধ্যে তিনটিতে- ২০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ব্যাক স্ট্রোক ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন রেকর্ড হয়েছিল জুনায়নার। সঙ্গে জেতেন ৫০ মিটার ফ্রি স্ট্রাইলের সোনাও।

মঙ্গলবারও পুলে ঝড় তুলেছেন তিনি। রেকর্ড গড়ে ২০০ মিটার বাটারফ্লাইতে সবাইকে ছাড়িয়ে যান জুনায়না। এছাড়া ৪০০ মিটার ফ্রি স্টাইলেও রেকর্ড গড়েছেন তিনি।

জুনায়নার পাশাপাশি ছেলেদের ইভেন্টে সেনাবাহিনীর জুয়েল আহমেদ এগিয়ে চলেছেন। ব্যক্তিগত ৫টি রেকর্ড তার ঝুলিতে। মঙ্গলবার জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ব্যাক স্ট্রোকের সোনা।

৪০০ মিটার ফ্রি স্টাইলে একই বাহিনীর ফয়সাল আহমেদ গড়েছেন নতুন রেকর্ড। রেকর্ড হয়েছে ৪ গুনিতক ১০০ মিটার ফ্রি স্টাইলেও।

এছাড়া এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা খাতুন শীলা ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নিজের শ্রেঠত্ব ধরে রেখেছেন।

তৃতীয় দিন শেষে নৌবাহিনী ২০ সোনা, ১৫ রুপা ও ১১ ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে। সেনাবাহিনী ৮ সোনা, ১২টি করে রুপা ও ব্রোঞ্জ নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।