হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয় বিজয়ীদেরদিনাজপুরের হিলিতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডলি মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে।

ডলি মেমোরিয়াল স্কুলের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাকিমপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ফানুস উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। 

পরে সেখানে বালক বালিকাদের ৫০ ও ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, চামচে মার্বেল রেখে মুখে নিয়ে হাঁটা, হাই জাম্প, লংজাম্প, ফুটবল, ক্রিকেট, যেমন খুশি তেমন সাজাসহ শিক্ষার্থীদের নানা ধরনের খেলা হয়। অভিভাবকরাও বিভিন্ন খেলায় অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ডলি মেমোরিয়াল স্কুলের পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হারুন উর রশিদ।

এছাড়াও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।