স্পেশাল অলিম্পিকে সেরা সাফল্য বাংলাদেশের

1স্পেশাল অলিম্পিক গেমসে আগের অর্জনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। চার বছর আগে লস অ্যাঞ্জেলসে জিতেছিল ১৮টি সোনা। আর এবার আবুধাবিতে অর্জন ২২টি সোনা। সঙ্গে ১০টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে স্পেশাল গেমসে সেরা সাফল্যে গর্বিত লাল-সবুজ পতাকা।

বুধবার প্রতিযোগিতার শেষ দিনে টেবিল টেনিসে দুটি এবং বোচ্চে (বোলিংয়ের মতো এক ধরনের খেলা), ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে একটি করে সোনা জিতেছে বাংলাদেশ। মেয়েদের হ্যান্ডবলের শিরোপাও বাংলাদেশের।

এমন সাফল্যে উচ্ছ্বসিত স্পেশাল অলিম্পিক কমিটির ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘গতবারের চেয়ে এবার পদক বেশি এসেছে, তাই আমরা ভীষণ খুশি। অবশ্য এর কারণও আছে। গতবারের চেয়ে এবার বাংলাদেশের বেশি অ্যাথলেট অংশ নিয়েছে। আশা করি, ভবিষ্যতে এমন সাফল্য অব্যাহত থাকবে।’

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৩ জন প্রতিযোগী অ্যাথলেটিকস, সাঁতার, বোচ্চে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল ও বাস্কেটবলে অংশ নিয়েছেন।