বিশ্বকাপ ঘিরে দাবাড়ু ফাহাদের স্বপ্ন

দাবাড়ু ফাহাদ রহমানবাংলাদেশের দাবায় ফাহাদ রহমান এক বিস্ময়ের নাম। ছোটবেলা থেকেই তার প্রতিভার আলোয় উদ্ভাসিত দেশের ক্রীড়াঙ্গন। মাত্র ১৩ বছর বয়সে হয়েছেন ফিদে মাস্টার, ১৬ বছর বয়সে পেয়েছেন আন্তর্জাতিক মাস্টারের সম্মান। এবার ফাহাদের আরেকটি চমক। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে বিশ্বকাপ দাবায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

সদ্যসমাপ্ত এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী নভেম্বরে রাশিয়া বিশ্বকাপের ছাড়পত্র তার হাতে। নিয়াজ মোর্শেদ-জিয়াউর রহমানদের যোগ্য উত্তরসূরী মনে করা হয় তাকে। দেশের দাবা আইকনদের হারিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়ে ফাহাদ উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘এশিয়ান জোনাল দাবায় ভালো করার আত্মবিশ্বাস ছিল। শেষ পর্যন্ত আমিই চ্যাম্পিয়ন হলাম। এই টুর্নামেন্টে ভালো খেলেই শিরোপা জিতেছি।’

জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে শুধু বিশ্বকাপের টিকিট নয়, আন্তর্জাতিক মাস্টারের জন্য তৃতীয় ও শেষ নর্ম পূরণ হয়েছে। গ্র্যান্ডমাস্টারের জন্যও তিনটি নর্ম প্রয়োজন। এ বছর অন্তত একটি নর্ম অর্জনের লক্ষ্য ফাহাদের, ‘এ বছর একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করতে চাই। আমার মনে হয় তা সম্ভব।’

বিশ্বকাপ দাবায় এর আগে নিয়াজ, জিয়া ও এনামুল হোসেন রাজীব বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে রাজীব দ্বিতীয় রাউন্ডে উঠলেও নিয়াজ আর জিয়া থমকে গেছেন প্রথম রাউন্ডে। ফাহাদ পূর্বসূরীদের ছাড়িয়ে যেতে আত্মবিশ্বাসী, ‘বিশ্বকাপের আগে সুপার গ্র্যান্ডমাস্টার বা কোনও ভালো দাবাড়ুর অধীনে অনুশীলনের সুযোগ পেলে আমার পক্ষে রাশিয়ায় অনেক দূর যাওয়া সম্ভব।’

ফাহাদের স্বপ্নের জগত অনেক বড়। ভারতের বিশ্বনাথন আনন্দের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান তিনি, ‘ছোটবেলায় অনেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়। এখন অনেকেই ক্রিকেটার বা ফুটবলার হতে চায়। আমি কিন্তু ছোটবেলা থেকেই ভালো দাবাড়ু হতে চেয়েছি। আমি চাই আনন্দের মতো বিশ্ব জয় করতে।’