আবার ঢাকায় আসছেন গ্রিনিজ

গর্ডন গ্রিনিজবাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে যাত্রা তার হাত ধরে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের দু’বছর পর ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল গর্ডন গ্রিনিজের কোচিংয়ে, পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল ঐতিহাসিক জয়।

বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দিলেও গ্রিনিজকে ভোলেনি এ দেশের মানুষ। ক্যারিবীয় কিংবদন্তিও সুযোগ পেলেই চলে আসেন বাংলাদেশে। আবারও আসছেন তিনি।

গত বছর ঢাকায় এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে, আইসিসি ট্রফি জয়ী দলের সংবর্ধনায় অংশ নিতে। আর এবার আসছেন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন প্রতিযোগিতার অতিথি হিসেবে।

আগামী বুধবার শুরু হচ্ছে এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতা। পরদিন সকাল ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অতিথির আসনে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনারকে। বঙ্গবন্ধু কাপ মিডিয়া কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এ তথ্য।

গত বৃহস্পতিবার এই প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এবার আসছেন গ্রিনিজ। বঙ্গবন্ধু কাপ গলফকে আকর্ষণীয় করে তুলতেই টুর্নামেন্ট কমিটির এই উদ্যোগ।