এশিয়ান সিটিজ দাবায় শিরোপার লক্ষ্য

এশিয়ান সিটিজ দলগত দাবার সংবাদ সম্মেলনবুধবার শুরু হতে যাচ্ছে এশিয়ান সিটিজ দলগত দাবা। ১১টি দেশের ১৪টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজক ঢাকা।

বাংলাদেশের তিনটি দল হলো গোপালগঞ্জ, চট্টগ্রাম এবং নৌবাহিনী। এদের মধ্যে চারজন গ্র্যান্ডমাস্টার সমৃদ্ধ গোপালগঞ্জের লক্ষ্য শিরোপা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে দলটির সদস্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সেই লক্ষ্যের কথাই জানালেন, ‘আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে। তিনজন গ্র্যান্ডমাস্টার নিয়ে গড়া ইরানের দলটি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো।’

১৯৯০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। প্রায় তিন দশক পর শিরোপা জয়ের স্বপ্ন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের চোখে, ‘আমরা এই প্রতিযোগিতায় ইতিবাচক ফল করতে চাই। আমাদের দাবাড়ুরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এমরানুল ইসলাম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিন হাজার, রানার্স-আপ দুই হাজার এবং তৃতীয় দলের পুরস্কার এক হাজার ডলার।