আজ বাংলাদেশের প্রাপ্তি ৭ রুপা

১০ মিটার এয়ার পিস্তলে রুপা জিতেছেন আরদিনা ফেরদৌস আঁখিএসএ গেমসের ষষ্ঠ দিনেও মেলেনি সোনার পদকের দেখা। তবে আগের দিনের চেয়ে রুপা বেড়েছে বাংলাদেশের। আজ (শুক্রবার) এসেছে ৭ রুপা।

গলফ থেকে এসেছে সর্বোচ্চ ৪ রুপা। ছেলে ও মেয়ে দুই ইভেন্টেই পদক এসেছে, যদিও সেরা হতে পারেননি কেউই। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ফরহাদ। দলীয় ইভেন্টেও একই ফল। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে জাকিয়া সুলতানা ও দলগত ইভেন্টে জিতেছে রুপা।

শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জিতেছেন আরদিনা ফেরদৌস আঁখি। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে এসেছে ব্রোঞ্জ।

ভারোত্তোলনে মেয়েদের ৭১ কেজি ওজন শ্রেণিতে রোকেয়া সুলতানা সাথী জিতেছেন রুপা। এছাড়া ছেলেদের ৮৯ কেজি ওজন শ্রেণিতে রুপা জেতেন শাখায়েত হোসেন।

এদিকে মেয়েদের কাবাডিতে শ্রীলঙ্কাকে ১৭-১৬ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

ফেন্সিংয়ে এসেছে তিনটি ব্রোঞ্জ। এর মধ্যে ছেলেদের ইভেন্টে দুটি ও মেয়েদের ইভেন্টে একটি।

সাঁতারে পাওয়া গেছে দুটি ব্রোঞ্জ। ছেলেদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ফয়সাল আহমেদ ও মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তৃতীয় হন জোনায়না আহমেদ।

৭ দেশের এই প্রতিযোগিতায় পদক সংখ্যায় বাংলাদেশ আছে আগের পঞ্চম স্থানেই। ৪ সোনা, ১৮ রুপা ও ৫১ ব্রোঞ্জ মিলিয়ে ৭৩ পদক বাংলাদেশের। ৮১ সোনা সহ ১৬৫ পদক নিয়ে শীর্ষে ভারত। স্বাগতিক নেপাল ৪১ সোনা নিয়ে আছে দ্বিতীয় স্থানে।