হঠাৎ সাইক্লিং ফেডারেশন সভাপতির পদত্যাগ

শফিউল্লাহ আল মুনীর২০১৮ সালের ১০ মে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন শফিউল্লাহ আল মুনীর। দুই বছরও গেল না, পদত্যাগ করলেন। মঙ্গলবার অসুস্থতার কথা বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন।

সভাপতি পদে বসে ফেডারেশনে কিছুটা নতুনত্বের ছোঁয়া দিয়েছিলেন শফিউল্লাহ। কদিন আগে জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক সাইক্লিং চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন হয়েছিল। যদিও করোনাভাইরাস আতঙ্কে প্রতিযোগিতাটি আপাতত স্থগিত হয়েছে।

অব্যক্ত ক্ষোভ নিয়ে পদত্যাগ করলেন শফিউল্লাহ, বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছি। কিন্তু যেভাবে কাজ করতে চাইছি সেভাবে পারছি কোথায়? আমি কোনও ব্যক্তিগত অর্জনের জন্য এখানে আসিনি। এছাড়া আমার শরীরটাও ভালো না। এসব কারণে ফেডারেশন থেকে পদত্যাগ করেছি।’