জুনে হবে দেশের প্রথম অনলাইন দাবা প্রতিযোগিতা

বাংলাদেশ দাবা ফেডারেশনদাবাড়ুদের কাছে অনলাইনে দাবা খেলা নতুন কিছু নয়। করোনাভাইরাসের কারণে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের অনেক দাবাড়ুই অনলাইন দাবায় অভ্যস্ত। বাংলাদেশের দাবাড়ুদের অনেকেই ব্যক্তিগতভাবে সেখানে খেলছেনও। তবে দেশে প্রথমবারের এই অনলাইন দাবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আগামী জুনে হবে প্রতিযোগিতাটি।

মূলত দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে অনলাইন দাবা খেলাকে উৎসাহিত করছে। এজন্য তারা প্রতিটি ফেডারেশনকে ৫ হাজার ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিদে দুটি লক্ষ্য সামনে রেখে এই অর্থ দিচ্ছে। প্রথমত, করোনাভাইরাসের কারণে দাবাড়ুরা যেন খেলার মধ্যে থাকে। দ্বিতীয়ত, দাবা খেলে কিছুটা হলেও যেন খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বাংলা ট্রিবিউনকে অনলাইন দাবা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমরা দেশের সব শ্রেণির দাবাড়ুদের নিয়ে অনলাইন দাবার প্রতিযোগিতা আয়োজন করতে চাইছি। যেখানে গ্র্যান্ডমাস্টারসহ জুনিয়র দাবাড়ুরাও খেলতে পারবে। প্রয়োজনে আলাদা প্রতিযোগিতা হবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘এজন্য ফিদে আমাদের ৫ হাজার ইউরো দেবে। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে। আমরা তাদের চিঠি দিয়েছি। আগামী জুনে তা শুরু করতে চাই।’