প্রাথমিক সূচিতে সেপ্টেম্বরে রয়েছে আরও দুটি প্রতিযোগিতা। জাপানে হবে প্যানাসনিক ওপেন, আর তাইওয়ানের মারকিউরিস ওপেন। তিনটি প্রতিযোগিতাতেই অংশ নিতে চান সিদ্দিকুর। বাংলা ট্রিবিউনকে জানালেন তেমনটাই, ‘এশিয়ান ট্যুরের তিনটি প্রতিযোগিতা রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রতিযোগিতাগুলোতে আমি খেলতে চাই। আয়োজকদের আমি হ্যাঁ বলেছি। তবে তার আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে। তাহলেই খেলতে যেতে পারি।’
সেপ্টেম্বরে গলফ কোর্সে নামার জন্য পুরোপুরি প্রস্তুত দেশসেরা এই গলফার। বাসাতেই নিয়মিত করছেন ফিটনেস নিয়ে কাজ, ‘যখনই খেলা শুরু হবে তখন থেকেই আমি খেলতে প্রস্তুত। বাসায় ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করছি। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করছি। খেলা শুরুর আগে ২ সপ্তাহ কোর্সে অনুশীলন করলেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। তবে তার আগে সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’
দুইবারের এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরের সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। মালয়েশিয়ায় সর্বশেষ প্রতিযোগিতায় হয়েছিলেন ৩১তম। করোনার এই বিরতিতে নিজের ভুল-ত্রুটিগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি, ‘আমার লক্ষ্য যেমন ছিল তার চেয়ে আরও ভালো গলফ খেলতে চাই। নিজেকে আরও ধারালো করে তোলার চেষ্টা করে যাচ্ছি। এখন সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।’