এর আগে বাফুফের দুই সদস্য, অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদক এবং বিওএর আরেক উপ-মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তালিকাটা লম্বা হলো কোহিনূরের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায়।
এই সংগঠক আপাতত বাসাতেই আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন। বাংলা ট্রিবিউনকে কোহিনূর বলেছেন, ‘শরীর একটু দুর্বল লাগছে। বাসাতেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছি।’