করোনা: অলিম্পিক টর্চ রিলে থেকে নাম প্রত্যাহার ১১৮ বছর বয়সীর

২০১৯ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল জাপানের ১১৮ বছর বয়সী কানে তানাকার। স্বীকৃতি মিলেছিল বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে। আসছে টোকিও অলিম্পিকের টর্চ রিলেতে অংশ নেওয়ার জন্য তাকে বেছে নেওয়া হলেও করোনা পরিস্থিতিতে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। 

অবশ্য ১১৮ বছর বয়সী তানাকার উদ্বিগ্ন হওয়ার কারণও আছে। তিনি থাকেন নার্সিং হোমে। টর্চ রিলেতে সহায়তা করতে যাওয়া ৬জন এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। টোকিওর আয়োজকরা বলেছেন, এই ইভেন্টে যারা সম্পৃক্ত তাদের মধ্যে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮জন! একই কারণে কিছু সেলেব্রিটিও এই ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তানাকার ধারণা বাইরে বের হলে তার মাধ্যমে হয়তো নার্সিং হোমের বাকিরাও করোনায় সংক্রমিত হবেন।     

বর্তমান পরিস্থিতির কারণে তানাকার পরিবারও বেশ উদ্বিগ্ন। নার্সিং হোমের একজন কর্মকর্তা জানিয়েছেন, তানাকার পরিবার আয়োজকদের এরই মধ্যে ইমেইল করেছেন। সেখানে তিনি বলেছেন, টর্চ রিলে থেকে নাম প্রত্যাহার করতে চান।

করোনায় এক বছর পেছানো অলিম্পিকের টর্চ রিলেতে তানাকার অংশ নেওয়ার কথা ছিল ১১ মে থেকে। কিন্তু অনেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন ইভেন্টটি হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছে।