উইম্বলডনে নেই নাদাল-ওসাকা

কিছুদিন আগে শেষ হয়েছে ফ্রেঞ্চ ওপেন। মাত্র কয়েক দিনের বিরতি দিয়ে এবার শুরু হচ্ছে উইম্বলডনও। টানা খেলার ধকল থেকে নিজেকে রক্ষা করতে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজা খেলবেন না আসন্ন অলিম্পিকেও।

উইম্বলডন শুরু হচ্ছে ২৮ জুন। নাদাল জানিয়েছেন, তার এমন সিদ্ধান্তের কারণ দুটি ইভেন্টের মাঝে কম বিরতি, ‘মূল কথাটি হচ্ছে দুই টুর্নামেন্টে দুটি সপ্তাহের বিরতি। ক্লে কোর্ট মৌসুমের ঠাসা সূচিতে যেটি আমার শরীরের জন্য সহনীয় নয়। তাই দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্তটি নিয়েছি।’

নাদালের মতো উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিযেছেন নাওমি ওসাকাও। যিনি বিতর্কে জড়িয়ে নিজেকে সরিয়ে নেন ফ্রেঞ্চ ওপেন থেকে। দ্বিতীয় রাউন্ডের আগে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলন বয়কট করে আয়োজকদের শাস্তির মুখোমুখি হয়েছিলেন। পরে জানান, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর এই তারকা আপাতত পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নাওমির পক্ষে তার এজেন্ট বিবৃতিতে জানান, ‘নাওমি এই বছর উইম্বলডনে খেলবে না। সে আপাতত পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইছে। তবে নাওমি অলিম্পিকে খেলবে। দেশের মাটিতে স্বদেশি দর্শকদের সামনে খেলতে অধীর অপেক্ষায় সে।’