টোকিও অলিম্পিক

টিকা নিয়েও উগান্ডা দলের এক সদস্য করোনা পজিটিভ

করোনার জন্য এক বছর পিছিয়েছিল টোকিও অলিম্পিক। বছর পার হলেও করোনার মুক্ত থাকতে পারলো না এই ইভেন্ট। গেমস শুরুর এক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছেন অংশ নিতে আসা উগান্ডা অলিম্পিক দলের এক সদস্য।

জাপানে অংশগ্রহণকারী দলগুলো আসতে শুরু করেছে এরই মধ্যে। উগান্ডা থেকেও প্রথম গ্রুপটি পৌঁছেছে শনিবার। অস্ট্রেলিয়ার নারী সফটবল দলের পর তারা দ্বিতীয় দল যারা জাপান পৌঁছেছে। কিন্তু বিমানবন্দরে করা স্ক্রিনিংয়েই করোনা ধরা পড়ে উগান্ডা দলে। অবশ্য যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন, তার দুবারই ফল পজিটিভ এসেছে। কিন্তু তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। 

এ প্রসঙ্গে টোকিও গেমসের ডেলিভারি অফিসার নাকামুরা বলেছেন, ‘আমি শুনেছি আক্রান্ত ব্যক্তিটি এখন আইসোলেটেড আছেন।’

অবশ্য জাপানের আয়োজকরা আগেই বলেছিল, টিকা ছাড়া কাউকেই তারা গেমসে অংশ নিতে দেবে না। কিন্তু সফরকারী উগান্ডা দলের সবাই টিকা নিয়েছিলেন। এমনকি জাপানে আসার আগ মুহূর্তে সেখানে করা পরীক্ষাতেও সবাই নেগেটিভ হয়েছিলেন।

উগান্ডা দলটির জাপানে আসার কথা ছিল ১৬ জুন। কিন্তু আফ্রিকার দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছিল।