টোকিও অলিম্পিকে আরও খারাপ করলেন বাকী

টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রত্যাশামতো ফল করতে পারেননি দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী। আজ (রবিবার) আসাকা শুটিং রেঞ্জে বাছাইয়ে ৬১৯.৮ স্কোর গড়েছেন তিনি। ৪৭ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪২তম।

২০১৬ সালের রিও অলিম্পিকে এর চেয়ে ভালো পারফরম্যান্স ছিল বাকীর। সেবার ৬২১.২ স্কোর গড়ে বাছাইয়ে হয়েছিলেন ২৫তম।

টোকিওতে বাকীর প্রত্যাশা ছিল ভালো কিছু করবেন। কিন্তু হলো না।

যদিও টোকিওর আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল তার। সেখানে নিজেকে আরও ঝালিয়ে নিতে চাইলেও ভিসা জটিলতায় যেতে পারেননি।

টোকিওতে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে অষ্টম চীনের শেং লিহাও। তার স্কোর ৬২৯.২। ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন স্বদেশি ইয়াং হাওরান। যেটি অলিম্পিক বাছাইয়ের রেকর্ডও।