আবারও সোনার হাসি মাবিয়ার

এসএ গেমসে টানা দুইবারের সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত ঘরোয়া প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছেন। আজ (মঙ্গলবার) জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। আবারও বাংলাদেশ আনসারের হয়ে জিতেছেন সোনার পদক।

জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে স্ন্যাচে তুলেছেন ৭৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯৫ কেজি। সব মিলিয়ে ১৭০ কেজি তুলে জিতেছেন সোনার পদক। যদিও বাংলাদেশ গেমসে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি ভার তুলে রেকর্ড গড়েছিলেন মাবিয়া।

সোনা জিতে মাবিয়া বলেছেন, ‘অলিম্পিকে খেলার ইচ্ছা ছেড়ে দিয়েছি, আমি আর অলিম্পিকের স্বপ্ন দেখি না। এসএ গেমসে চোট পেয়েছিলাম। আমি এখনও সেই চোট পুরোপুরি সারিয়ে তুলতে পারিনি। আর তা ছাড়া শারীরিকভাবেও আজ বেশ অসুস্থ। ইচ্ছা করেই তাই সেরাটা দেওয়ার চেষ্টা করিনি। তবে আজ সেরাটা দিতে পারিনি বলে অপরাধবোধ হচ্ছে।’