নেপালের পর এবার মালদ্বীপকে হারালো বাংলাদেশ

নাইম-সোহান ও জাবিরদের নৈপুণ্যে চতুর্থ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচে নেপালকে একই ব্যবধানে হারিয়ে বাংলাদেশ শুভসূচনা করেছিল।

শুক্রবার বাংলাদেশ ২৫-১৪ ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। হেরেছে ২৯-১৯ পয়েন্টে।

তৃতীয় সেট তো জমে উঠেছিল। এক পর্যায়ে সমতা ছিল ১৯-১৯ পয়েন্টে। নাইম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবির ত্রয়ীর আক্রমণে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় হার দেখেছে মেয়েরা। উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছে বাংলাদেশ। শুরুর ম্যাচেও মেয়েরা কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল।