আবারও চ্যাম্পিয়ন বডিবিল্ডার মাকসুদা

২০১৯ সালে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম সাফল্যের দেখা পান মাকসুদা আক্তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বাংলাদেশ গেমসের পর ভারতের মুম্বাইয়ে আইএইচএফ অলিম্পিয়া প্রতিযোগিতায়  পদক জিতেছেন। নিজের ফিটনেস ধরে রেখে সর্বশেষ শুক্রবার  দ্বিতীয়বারের মতো জাতীয় শরীর গঠনেও সেরা হয়েছেন তিনি।

ঘরোয়া প্রতিযোগিতায় বর্তমান সময়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন এই নারী বডিবিল্ডার। শেখ কামাল অডিটরিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৪ জন বডিবিল্ডারের মধ্যে লড়াই করেই জিতেছেন সোনার পদক।

শ্রেষ্ঠত্ব ধরে রেখে মাকসুদা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিজের পদক ধরে রাখতে পেরে অনেক ভালো লাগছে। কঠোর পরিশ্রম আর মনোযোগ ধরে রাখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যা প্রয়োজন, সেদিকে জোর দেওয়ার কারণে এই সাফল্য এসেছে। সামনের দিকেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।’

২০১৯ সালের পর এবার প্রতিযোগী বেড়েছে। মেয়েদের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতা দেখে মাকসুদা ভীষণ আনন্দিত, ‘বাংলাদেশের নারীরা শরীর গঠনে আগ্রহী হচ্ছে। আগের চেয়ে অংশগ্রহণ অনেক বেড়েছে। তাদের উপস্থাপনাও ভালো হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ, এটা ভালো দিক। সামনের দিকে আশা করছি, আরও ভালো হবে।’