বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ছিল এই আয়োজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে।

বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন সভায়। এছাড়া ছিলেন বিওএ’র সহ-সভাপতি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 

গত ২৪ ডিসেম্বর বিওএ’র ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।