রানী হামিদকে ছাড়িয়ে দাবার নতুন ‘রানি’ জান্নাতুল

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন রানী হামিদ। এছাড়া বিভিন্ন সময়ে শিরোপার স্বাদ পাওয়া শারমিন সুলতানা শিরিন ও নাজরানা খান ইভা এবারও খেলেছেন জাতীয় প্রতিযোগিতায়। কিন্তু এই ত্রয়ীকে ছাড়িয়ে ৪০তম প্রতিযোগিতায় প্রথমবারের মতো শিরোপা জিতে চমক দেখিয়েছেন জান্নাতুল ফেরদৌস।

শনিবার (৮ জানুয়ারি) একাদশ রাউন্ডে সাবেক চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খানের সঙ্গে ড্র করেন জান্নাতুল। সব মিলিয়ে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হয়েছেন এই মহিলা ক্যান্ডিডেট মাস্টার।

সাড়ে ৮ করে পয়েন্ট পেয়েছেন আরও তিন জন। টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দ্বিতীয় হয়েছেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন তৃতীয় ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছেন।

জাতীয় মহিলা দাবার রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে সেভাবে এবার মনোযোগ দিয়ে খেলতে পারেননি বলে জানিয়েছেন বর্ষীয়ান এই দাবাড়ু।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জান্নাতুলের দৃষ্টি এখন আরও সামনের দিকে। বলেছেন,‘টুর্নামেন্ট শুরুর আগে আসলে অতটা ভাবিনি। তবে ভালো করছিলাম যখন—তখন একটা সম্ভাবনা তো তৈরি হয়ই। নবম রাউন্ডে যখন ওয়াদিফাকে হারিয়ে দিলাম তখনই মনে হয়েছিল আমি পারবো। আমার লক্ষ্য মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া নয়, ছেলেদের সঙ্গে উন্মুক্ত বিভাগে খেলে গ্র্যান্ডমাস্টার হওয়া। দেশের মধ্যে নিজেকে সবার উপরে দেখতে চাই আমি।’