নিয়াজ-জিয়াকে ছাড়িয়ে রাজীব চ্যাম্পিয়ন

শিরোপা লড়াইয়ে ছিলেন দেশের শীর্ষ তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ,জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। শেষ রাউন্ডে নিয়াজ ও জিয়া পয়েন্ট হারালেও জিতেছেন রাজীব। তাতেই ৪৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন এই তারকা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে হওয়া চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে ত্রয়োদশ ও শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান রাজীব। ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান এই গ্র্যান্ডমাস্টার। চ্যাম্পিয়ন হয়ে বাংলা ট্রিবিউনের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে রাজীব বলেছেন,‘আমার আত্মবিশ্বাস ছিল ভালো কিছু হবে। ধাপে ধাপে খেলে গেছি। এখন তো পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলাম। আসলে অনেক ভালো লাগছে। অন্যরকম অনুভূতি বলতে পারেন।’

ক্যান্ডিডেট মাস্টার শরিফ হোসেনকে হারিয়ে রানার্আপ হয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাড়ে ৯ পয়েন্ট অর্জন তার। আর গতবারের চ্যাম্পিয়ন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের কাছে হেরে ৯ পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়।

এবারের চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেননি দেশের বাকি দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আব্দুল্লাহ আল রাকিব। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে রিফাত সপ্তম ও ৬ পয়েন্ট নিয়ে রাকিব হয়েছেন যৌথভাবে অষ্টম।