বক্সার মোশাররফ ও দাবাড়ু রানী হামিদের পাশে প্রধানমন্ত্রী

অনেক দিন ধরে অসুস্থ এশিয়ান গেমস বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী মোশাররফ হোসেন। অসুস্থতা ও আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান পেয়েছেন তিনি। দেশের প্রবীণ দাবাড়ু মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের হাতেও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আজ (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াবিদদের হাতে চেক তুলে দেন।

এশিয়ান গেমস বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মোশাররফকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক অস্বচ্ছলতার কারণে ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। আর গ্র্যান্ডমাস্টার দাবাড়ু রানী হামিদ পেয়েছেন ১০ লাখ টাকা। ছেলে ববি হামিদের অসুস্থতার কারণে আর্থিক সাহায্য পেয়েছেন তিনি। এছাড়া আরও দুই ক্রীড়া সংগঠককে ২২ লাখ টাকা দেওয়া হয়েছে। 

চেক প্রদান করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন। স্পোর্টসের উন্নয়নে বা যেকোনও ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যেকোনও সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’