অ্যাথলেটিকসের ভারতীয় কোচ ঢাকায়

অনেক দিন ধরেই হন্যে হয়ে বিদেশি কোচ খুঁজছিল অ্যাথলেটিকস ফেডারেশন। অবশেষে তাদের অপেক্ষার অবসান হয়েছে। ভারতীয় কোচ মিগোভিন্দরায় ভেনকান্না গ্যাংকর আজ শনিবার (১৪ মে) দুপুরে ঢাকায় এসেছেন।
 
অ্যাথলেটিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পর সরাসরি বিকেএসপিতে চলে যাওয়ার কথা রয়েছে ভেনকান্না গ্যাংকরের। সেখানে চলছে অ্যাথলেটদের ক্যাম্প। মূলত হাই জাম্পের অ্যাথলেটদের নিয়েই বেশি কাজ করবেন তিনি।

ভারতীয় সাই একাডেমির সাবেক কোচ ভেনকান্নাকে কমনওয়েলথ ও সলিডারিটি গেমসের জন্য আগামী আগস্ট পর্যন্ত রেখে দিতে চাইছে ফেডারেশন। তারপর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তার মেয়াদ বৃদ্ধি।
 
এই প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাংলা ট্রিবিউন কে বলেছেন, 'আমরা দীর্ঘ মেয়াদের জন্য ভারতীয় কোচ এনেছি। হাইজাম্পসহ অন্য ইভেন্টও দেখবেন তিনি।'