সংবর্ধনার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলো ভারতে চ্যাম্পিয়ন দুই শাটলার

ভারতের আসামে দক্ষিণ এশিয়ান ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-১৫ বিভাগে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সিফাত উল্লাহ গালিব ও মোস্তাকিম হোসেন । তারা ফাইনালে ২-১ সেটে হারান স্বাগতিক ভারতের শাটলারদের। আগের দিন দেশে ফিরে রবিবার ব্যাডমিন্টন ফেডারেশন থেকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কারও পেয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশের দুই শাটলার।

ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৫ বিভাগে চ্যাম্পিয়নদের ৫০ হাজারে টাকা  করে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া  ফেডারেশনের সাবেক সদস্য কামরুন্নেছা আশরাফ দীনার পক্ষ থেকে অনূর্ধ্ব-১৭ বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী নাজমুল ইসলাম জয়  এবং সাহেদ আহমেদও পেয়েছেন ২৫ হাজার টাকা করে পুরস্কার ।

রবিবার দুপুরে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে শাটলারদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন  ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন,  ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সরদারসহ অন্যরা।