বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আগেই গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।  আজ সেমিফাইনালে প্রতিপক্ষও নির্ধারণ হয়েছে। কাল সোমবার বিকাল ৪টায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানার্সআপ থাইল্যান্ডের।

বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ইরাক ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন চাইনিজ তাইপে।

ফাইনালে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার। আগেও এই রেইডার বলেছেন, ‘প্রতিপক্ষ যেই দলই আসুক না কেন, ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে খেলতে নামবো। দেশের মাঠে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন আমাদের।’

টুর্নামেন্টে গ্রুপ পর্বে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে, আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে, নেপালকে ৪০-২৪ পয়েন্টে, ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে এবং ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৩৬-৩২ পয়েন্টে, কেনিয়াকে ৪৭-৪২ পয়েন্টে, মালয়েশিয়াকে ৫৯-২৪ পয়েন্টে এবং ইন্দোনেশিয়াকে ৫৫-২৬ পয়েন্টে হারিয়ে আট পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে থাইল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে তারা গ্রুপ পর্বে চাইনিজ তাইপের কাছে ৪০-২৮ পয়েন্টে হেরেছিল।