আবার প্রো-বক্সিংয়ের লড়াইয়ে সুরো কৃষ্ণ

গত মার্চে থাইল্যান্ডের বক্সার আনা পুংখেকে হারিয়েছিলেন সুরো কৃষ্ণ চাকমা। বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের চ্যাম্পিয়ন এই বক্সার আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় হবে প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট। এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সুরো কৃষ্ণ। 

বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সবিসির উদ্যোগে হবে এবারের চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের ছাড়াও অংশ নেবেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল, ভারতের বক্সাররা।

সুপার মিডলওয়েট বাউটে চার রাউন্ডের ম্যাচে বাংলাদেশের জুয়েল আহমেদ জনির মুখোমুখি হবেন ভারতের যুগন্ধর তাম্বাট। 

মেয়েদের ছয় রাউন্ড ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বাংলাদেশের তানজিলার প্রতিপক্ষ স্বদেশী আফরা খন্দকার। ওয়েল্টারওয়েটে বাংলাদেশের আল আমিনের সঙ্গে লড়াই করবেন রাশিয়ার কনস্ট্যান্টিন রুডেনকো। ব্যান্টামওয়েটে বাংলাদেশের উৎসব আহমেদের প্রতিপক্ষ ভারতের পবন কুমার আর্য। 

এত সব লড়াইয়ের ভিড়ে সবচেয়ে বেশি প্রতীক্ষা থাকবে বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা ও নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদের খেলা নিয়ে।