রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে এসে সুর কৃষ্ণ চাকমা এখন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে পোস্টার বয়। দেশে-বিদেশে পেশাদার বক্সিংয়ে অংশ নিয়ে লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরে চলেছেন। তবে পেশাদার বক্সিং খেললেও সুর নিজের ক্যারিয়ার নিয়ে ছিলেন দোলাচলে। স্থায়ী কোনও আয়ের উৎস না থাকায় বিষণ্ন কণ্ঠে তিনি বলেছিলেন, ‘দেশের হয়ে খেলছি, একটা চাকরি খুব দরকার।’ অবশেষে তার একটা ব্যবস্থা হয়ে গেলো।
পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন সুরকে নিয়োগ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বুধবার চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘২৫ মে আমার খেলা রয়েছে৷ এরপর আমি কাজে যোগ দেবো। সব নিয়ম নীতি মেনেই চাকরি হয়েছে।’
বক্সিং ফেডারেশন জানিয়েছে, জুনিয়র অফিসার হিসেবে যোগ দিয়েছেন সুর। ব্যাংকটি এক বিবৃতি দিয়ে জানায়, ‘ইউসিবিতে সুর কৃষ্ণ চাকমার নিয়োগ তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। ইউসিবি এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের পরিবারে যুক্ত করতে পেরে খুশি ও গর্বিত।’
২০১৮ সালে প্রথম পেশাদার বক্সিংয়ে নাম লেখান সুর। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অপরাজিত থেকে এশিয়ান বক্সিং ফেডারেশনে আলাদা করে নিজের নাম তুলে ধরেছেন। বর্তমানে রাশিয়ান কোচের অধীনে অনুশীলন করছেন সুর। তার অধীনে বেশ উন্নতি হচ্ছে।
সুরের স্বপ্ন আকাশের মতো বিশাল। সেই স্বপ্নের ডালপালা এখনই মেলে ধরতে পেরেছেন। সামনে নিশ্চয়ই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন সেই আশা বুকের মাঝে লালন করে এগিয়ে চলেছেন। এরই মাঝে স্থায়ী চাকরি হওয়ায় নিশ্চয় নির্ভার হয়ে বক্সিং রিংয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি।