মার্সেল স্বাধীনতা দিবস কুস্তি শুরু

Marcel Independence Day Wrestling-2বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসারের পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণে আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘মার্সেল স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতা'। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

মোট ১২০ জন খেলোয়াড় ১৬টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। পুরুষদের ৮টি ওজন শ্রেণি হলো- ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৫, ৮৫, ৯৭ ও ১২৫+ কেজি। মেয়েদের ৮টি ওজন শ্রেণি হলো- ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৭০, ৭৫ ও ৮০ কেজি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, মার্সেলের উর্দ্ধতন কর্মকর্তা রাজীবুল আনামসহ আর অনেকে।

/আরএম/এমআর/