১৯৯৭ সাল থেকে দাবা লিগে খেলে আসছে তিতাস ক্লাব। তিন বছরের মাথায় ২০০০ সালে প্রথম বিভাগে শিরোপা জিতেছিল তারা। এরপর কেটেছে অনেক সময়। দীর্ঘ ১৪ বছর পর শুক্রবার তিতাস ক্লাবে আনন্দের ফোয়ারা। প্রিমিয়ার বিভাগ দাবায় শিরোপা জিতে উৎসবে মেতেছে তিতাস।
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে ৯ রাউন্ডে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।
চ্যাম্পিয়ন দলের হয়ে এবার খেলেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, পানিসার বেদান্ত, তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদে মাস্টার সাইফ উদ্দিন।
শুক্রবার শেষ রাউন্ডে তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে হারিয়েছে।
লিগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এবার ১০ টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ পুলিশ সর্বনিম্ন স্থান পাওয়ায় প্রথম বিভাগে নেমে গেছে। এছাড়া লিগে অংশগ্রহণ না করায় বাংলাদেশ বিমান ও শেখ রাসেল চেস ক্লাবও প্রথম বিভাগে নেমে গেছে।