শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা

শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে, আমিন মোহাম্মদ গ্রুপ, এএসটি বেভারেজ লিমিটেড ও বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে ১ লাখ ৭৫ হাজার টাকার পুরস্কার রয়েছে। আসরে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এ প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের আইন উপদেষ্টা অ্যাডভোকেট জগলুল কবির, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. মোকাদ্দেছ হোসাইন, টুর্নামেন্ট উদযাপন কমিটির চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম মনি ও শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সিফাত মো. রাফসান জানি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে প্রথম পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার টাকা। মহিলা, বালক-বালিকা, প্রতিবন্ধী ও বয়স্ক কোটায় বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে নগদ টাকার পাশাপাশি ট্রফিও উপহার দেওয়া হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে রেটিংপ্রাপ্ত খেলোয়াড়দের রেটিং বৃদ্ধির পাশাপাশি নতুন খেলোয়াড়রাও আন্তর্জাতিক রেটিং অর্জনে সক্ষম হবেন।

শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক।

/আরএম/এফআইআর/