ফেদেরারের বিদায়, উইম্বলডনের ফাইনালে মুখোমুখি মারে-রাওনিচ

রজার ফেদেরারসহজ জয় দিয়ে উইম্বলডন ওপেনের ফাইনালে উঠেছেন স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মারে সরাসরি সেটে পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের দশম বাছাই টমাস বার্ডিচকে (৬-৩, ৬-৩, ৬-৩)। 

আগামী রবিবার ফাইনালে মারে মুখোমুখি হবেন ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো কোনও গ্রান্ডস্লামের ফাইনালে আসা কানাডার মাইলস রাওনিচের। উইম্বলডন ওপেনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো কোনও গ্রান্ডস্লামের ফাইনালে উঠে এসেছেন রাওনিচ। এখন তার স্বপ্ন প্রথম গ্রান্ডস্লাম জয়। অন্যদিকে অঘটনের শিকার ফেদেরারের হলো না ১৮তম গ্রান্ডস্লামে চুমু খাওয়া।

ফাইনালে মারের মুখোমুখি হবেন রাওনিচ। মারের এটি এগারতম গ্রান্ডস্লাম ফাইনাল। আগের দশ ফাইনালের মধ্যে আটবারই হেরেছেন মারে। প্রতিবারেই প্রতিপক্ষ ছিলেন হয় জকোভিচ, না হয় ফেদেরার। এবারই প্রথম ফাইনালে নতুন কেউ মারের সামনে।

ফাইনালে উঠার মাধ্যমে মারে নতুন রেকর্ড গড়েছেন। ফ্রেড পেরিকে ছাড়িয়ে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসাবে এগারতম গ্রান্ডস্লামের ফাইনালে খেলবেন মারে। ২০১৩ সালের পর প্রথম উইম্বলডনের ফাইনাল খেলছেন মারে।

এবার দেখার বিষয়, ১১তম ফাইনাল স্মরণীয় করে রাখতে পারেন কী না মারে। তার হাতে কি ধরা দেবে তৃতীয় গ্রান্ডস্লামের ট্রফি, নাকি বাজিমাত করবেন ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে আসা কানাডিয়ান যুবক রাওনিচ?

/এমআর/