জয় পেলেও চোটে ভুগছেন জকোভিচ

ইউএস ওপেনের শিরোপা অক্ষুণ্ন রাখতে জয়ের ধারাতেই রয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে ৬-৩, ৫-৭, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন পোল্যান্ডের জার্জি জানোভিচকে।

জয় পেলেও ম্যাচে কব্জির চোট নিয়ে যুদ্ধ করতে হয়েছে বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকাকে। পুরো ম্যাচে বেশ কয়েকবারই পাওয়ার ফুল ফোরহ্যান্ডের সময় জকোভিচকে ধুঁকতে দেখা গেছে।

অলিম্পিক থেকেই কব্জির চোটে ভুগছিলেন জকোভিচ। তবে সেটা বাম কব্জি হলেও এই টুর্নামেন্টে নতুন করে ডান কব্জির চোটেই ধুঁকছিলেন তিনি।

চোট নিয়ে কথা বলতে গিয়ে সার্বিয়ান তারকা বললেন টুর্নামেন্টে ধীরে ধীরে ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী তিনি। জকোভিচের মতে, ‘এটা প্রতিরোধমূলক হিসেবেই করা হয়েছে। তবে সবকিছু ধীরে ধীরে ভালো হয়ে উঠছে। আশা করছি টুর্নামেন্ট যত এগোবে আমি আমার সেরাটা দিতে পারবো।’

একইভাবে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন স্প্যানিশ এই চতুর্থ বাছাই।

/এফআইআর/