নাভ্রাতিলোভাকে পেছনে ফেললেন সেরেনা

_91019285_serena_happy_reutersনিত্য নতুন রেকর্ড ছুঁয়ে নিজেকে উঁচুতেই নিয়ে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস। এই যেমন মার্টিনা নাভ্রাতিলোভাকে পেছনে ফেলে গড়েছেন উন্মুক্ত যুগে বেশি ম্যাচ জেতার রেকর্ড।  শুধু কি তাই, পুরুষদের টেনিসে রজার ফেদেরারের সঙ্গে এই রেকর্ডে তাকে ধরেও ফেলেছেন মার্কিন তারকা।

সেরেনা ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হারিয়েছেন সুইডেনের জোহানা লারসনকে। হারিয়েছেন ৬-২, ৬-১ গেমে।

এই ফ্ল্যাশিং মিডোয় ১৯৯৯ সালেই প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন সেরেনা। আর সেখানেই নতুন রেকর্ড ছোঁয়ায় উচ্ছ্বাসটাও ভিন্নভাবে প্রকাশ করেন- ‘এমন জায়গায় এটা করতে পেরেছি, যেখানে সবকিছুই শুরু হয়েছিল। এটা আসলেই বেশ ভালো লাগার বিষয়। ছেলে ও মেয়েদের বিভাগে এমন জায়গায় যেতে পারার বিষয়টি দুর্লভ। যার অনুভূতিটাও বেশ।’

ইউএস ওপেনের শিরোপা জিতলে স্টেফি গ্রাফকে পেছনে ফেলে উন্মুক্ত যুগে নতুন রেকর্ড গড়বেন সেরেনা। যেটা হবে তার ২৩তম গ্র্যান্ড স্লাম।

/এফআইআর/