টানা ৮০ সপ্তাহ এক নম্বরে সানিয়া মির্জা!

sania-mirza-smiling-700একক পারফরম্যান্সে সুবিধা করতে না পারায় বেছে নেন দ্বৈত। তাতেই টেনিস কোর্টে সাফল্যের দরজা ‍খুলে যায় সানিয়া মির্জার। একের পর এক শিরোপা জিতে হয়ে উঠেন অপ্রতিরোধ্য। পুরস্কার হিসেবে মেয়েদের দ্বৈত টেনিসে এক নম্বর জায়গাটও দখলে নেন ভারতীয় এই তারকা। যে জায়গা থেকে নামছেনই না আর! এবারের ঘোষিত র‌্যাংকিং দিয়ে টানা ৮০ সপ্তাহ ধরে রাখলেন এক নম্বর জায়গা। নিজের টুইটারে খবরটি নিশ্চিত করছেন সানিয়া।

আগষ্টে আলাদা হয়ে যান সানিয়া দীর্ঘ দিনের সঙ্গী মার্টিনা হিঙ্গিসের সঙ্গে। দ্বৈতে এক নম্বর জায়গাটা পাওয়া তার সুইস এই তারকার সঙ্গেই। আলাদা হয়ে গেলেও র‌্যাংকিংয়ের শীর্ষেই থাকলেন সানিয়া। টানা ৮০ সপ্তাহ এক নম্বর জায়গাটা দখলে রাখার খবর টু্ইটারে নিশ্চিত করেছেন তিনি এভাবে, ‘বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে টানা ৮০ সপ্তাহ পূরণ করলাম। অসাধারণ এক ভ্রমণ, যেটা আমাকে আরও কঠোর পরিশ্রম করার পথে অনুপ্রেরণা জোগায়।’

সময়ের হিসাবে সানিয়ার চেয়ে মাত্র তিন জনের বেশি সপ্তাহ এক নম্বরে থাকার উদাহরণ আছে। তারা হলেন মার্তিনা নাভ্রাতিলোভা (১৮১), কারা ব্ল্যাক (১৪৫) ও লিয়েজেল হাবার (১৩৪)।

/কেআর/