ফ্রেঞ্চ ওপেনে থাকছেন না ফেদেরার

_96066724_federer_gettyএ বছরের শুরু থেকে আলো ছড়াচ্ছিলেন রজার ফেদেরার। রেকর্ড ১৮টি গ্র্যান্ড স্লাম জেতা সু্ইস তারকা এ মৌসুমে জিতেছেন তিনটি শিরোপা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনেও তিনি চ্যাম্পিয়ন। কিন্তু আগামী ২৮ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না তিনি। ফিটনেস ধরে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা। তার লক্ষ্য সামনের এটিপি ট্যুর।

ফ্রেঞ্চ ওপেনে না খেলার কারণ হিসেবে ফেদেরার জানিয়েছেন, ‘দীর্ঘ মৌসুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বাকি মৌসুমের জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুত রাখাই আমার মূল লক্ষ্য।’

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম খেলতে না পেরে তিনি হতাশ, ‘আমি ফ্রেঞ্চ ওপেন মিস করবো। যারা আমাকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন, তাদের সঙ্গে আগামী বছর সেখানে দেখা হবে।’

গতবারও ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেন নি ফেদেরার। উরুর ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন। ১৯৯৯ সালের পর সেবারই প্রথম ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেন নি তিনি। ১৮টি গ্র্যান্ড স্লাম জিতলেও ফ্রেঞ্চ ওপেনে মাত্র একবার চ্যাম্পিয়ন হতে পেরেছেন ফেদেরার-২০০৯ সালে। এছাড়া এই টুর্নামেন্টে চারবার রানারআপ হয়েছেন তিনি। 

/এফআইআর/এএআর/