ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন ওস্তাপেঙ্কো

ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন ওস্তাপেঙ্কোফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন জেলেনা ওস্তাপেঙ্কো। সিমোনা হালেপকে চমক দেখিয়ে হারিয়েছেন তিন সেটে। সেই সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে জিতেছেন গ্র্যান্ড স্লাম। নিজ দেশ লাতভিয়ার হয়েও গড়েছেন অনন্য এই কীর্তি।

শেষ পর্যন্ত ইতিহাস গড়লেও শুরুর সেটে হেরেছিলেন ৪-৬ গেমে। পরের সেট থেকেই ঘুরে দাঁড়ান দাপটের সঙ্গে। জিতে নেন ৬-৪, ৬-৩ গেমে। এই জয়ের মধ্য দিয়ে ১৯৩৩ সালের পর ফ্রেঞ্চ ওপেনে জিতলেন অবাছাই কোনও তারকা।

অবাছাই হয়েও ঐতিহাসিক জয়। কীভাবে হলো সব কিছু? নিজের মুখে এ নিয়ে লাতভিয়ান তারকা বললেন, ‘আমাকে আসলে কেউই কিছু শেখায়নি। আমি আসলে আমার মতোই খেলে এসেছি। আমি মনে করছি আমার মধ্যেই এটা ছিল। আর সেটা ছিল হিট করো।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমি বিশ্বাস করতে পারছি না আমিই চ্যাম্পিয়ন। এটা আমার স্বপ্নই ছিল। বলতে গেলে ভাষা হারিয়ে ফেলেছি।’

/এফআইআর/