টেনিস কিংবদন্তি বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা

বরিস বেকারউইম্বলডনে তিনবারের চ্যাম্পিয়ন বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের একটি আদালত। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সাবেক কোচ ২০১৫ সাল থেকে বেসরকারি কোম্পানি আরবুথনোট ল্যাথামের কাছে ঋণ নিয়েছিলেন এবং সময় মতো সেটা শোধ করতে পারেননি।

বুধবার বেকারের আইনজীবী আদালতের কাছে আরও ২৮ দিন সময় চেয়েছিলেন। কিন্তু আদালত সেটা প্রত্যাখ্যান করে এবং তারা জানিয়ে দেয়, অকল্পনীয় ঋণের বোঝা বেকার শোধ করতে পারবেন বলে মনে হয় না। এর পর তারা রায়ে ৪৯ বছর বয়সীকে দেউলিয়া ঘোষণা করে দেয়।

জোকোভিচের কোচ ছিলেন বেকারবিভিন্ন মিডিয়ার ধারাভাষ্যকার হিসেবে কাজ করা বেকার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না। তার সামনে ঋণ শোধ করার শেষ সুযোগ আছে। মায়োর্কায় তার ৬০ লাখ ইউরো সম্পত্তি আছে, যেটা বন্ধক রাখলে ঋণমুক্ত হবেন ১৯৮৮ ও ১৯৮৯ সালে পশ্চিম জার্মানিকে ডেভিস কাপ জেতানো এ টেনিস কিংবদন্তি।

১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালে উইম্বলডন জয়ী বেকার ২০১৩ সাল থেকে তিন বছর জোকোভিচের কোচের দায়িত্বে ছিলেন। উইম্বলডন ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনে ১৯৯১ ও ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হন তিনি। ইউএস ওপেনে একমাত্র শিরোপা জেতেন ১৯৮৯ সালে। সূত্র- বিবিসি, দ্য টেলিগ্রাফ

/এফএইচএম/