‘৭০০ নম্বর’ বলায় ম্যাকেনরোর ওপর খেপেছেন সেরেনা

serena‘ছেলেদের ট্যুরে খেললে সেরেনা থাকতো ৭০০ নম্বরে’- সোমবার জন ম্যাকেনরো এক রেডিওতে করেছিলেন মন্তব্যটি। টেনিস কিংবদন্তির এই কথা মোটেও পছন্দ হয়নি সেরেনা উইলিয়ামসের। আমেরিকার টেনিস তারকা ভীষণ খেপেছেন ম্যাকেনরোর ওপর। ‘ভিত্তিহীন’ কোনও কিছুর ওপর দাঁড়িয়ে মন্তব্য না করতে অনুরোধ করেছেন তিনি সাবেক জার্মান তারকাকে।

আমেরিকান এক রেডিওতে নিজের নতুন বই ‘বাট সিরিয়াসলি’ নিয়ে আলোচনা করেছেন ম্যাকেনরো। ওই বইয়ের একটি লাইন উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে। যেখানে তিনি সেরেনাকে ‘সর্বকালের সেরা মহিলা খেলোয়াড়’ বললেও ছেলেদের এটিপি ট্যুরের সঙ্গে তুলনায় হালকা একটু খোঁচাই মারেন আমেরিকান তারকাকে। তিনি মন্তব্য করেন, ‘ছেলেদের ট্যুরে খেললে সেরেনা থাকতো ৭০০ নম্বরে।’ স্বাভাবিকভাবেই কথাটা পছন্দ হওয়ার কথা নয় সেরেনার। যেখানে ছেলেদের খেলা, আর মেয়েদের খেলা একেবারে আলাদা। ম্যাকেনরোকে তাই পাল্টা জবাব দিতে দেরি করেননি তিনি।

আপতত টেনিস কোর্টের বাইরে অন্তঃসত্ত্বা সেরেনা। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক। লিখেছেন, ‘প্রিয় জন, আমি আপনাকে ভীষণ পছন্দ করি ও ভালোবাসি, কিন্তু দয়া করে আমাকে আপনার কথা-বার্তার বাইরে রাখবেন, যেটার সামান্যতমও কোনও ভিত্তি নেই।’ সেরেনার পরের টুইটটি এমন, ‘আমি ওই ধরনের কোনও কিছুতে কখনও খেলিনি, তাছাড়া আমার সময়ও নেই এসবে। আমাকে সম্মান করুন এবং ব্যক্তিগত জীবনে থাকতে দিন, যখন কিনা আমি অন্তঃসত্ত্বা। আপনার দিন ভালো কাটুক স্যার।’ ইএসপিএন

/কেআর/