মুখোমুখি হওয়ার পথে মারে-নাদাল

বিজয়ী নাদালের উচ্ছ্বাসউইম্বলডন সেমিফাইনালের দুই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ডে সফল। বুধবার তৃতীয় রাউন্ডে উঠেছেন টেনিসের দুই উজ্জ্বল নক্ষত্র।

অল ইংল্যান্ড ক্লাবে এবার ব্রিটেনের সাফল্য চোখে পড়ার মতো। মারের জয়ে ২০ বছর পর প্রথমবার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছে চার ব্রিটিশ। বিশ্বের এক নম্বর তারকার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন হিদার ওয়াটসন, আলজাজ বেডেন ও জোহানা কোন্তা। বৃহস্পতিবার ১৫তম বাছাই গায়েল মনফিলসকে হারাতে পারলে পঞ্চম ব্রিটিশ হিসেবে তৃতীয় রাউন্ডে যোগ দেবেন কাইল এডমুন্ড।

১৯৯৭ সালে টিম হেনম্যান, মার্ক পেচে, গ্রেগ রুসেস্কি, এন্ড্রু রিচার্ডসন ও কারেন ক্রসের পর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে আর কখনও এত ব্রিটিশকে কোর্টে নামতে দেখা যায়নি।

চার ব্রিটিশ- মারে, কোন্তা, বেডেন ও ওয়াটসনওয়াটসন ও বেডেনে আগের দিন তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন। বুধবার তাদের সঙ্গে যোগ দেন কোন্তা ও মারে। ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে ৭-৬ (৭/৪), ৪-৬, ১০-৮ গেমে তিন ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে হারান কোন্তা। গ্রিসের মারিয়া সাক্কারিকে তৃতীয় রাউন্ডে লড়বেন এ ষষ্ঠ বাছাই। কোন্তার জয়ের পর সেন্টার কোর্টে জার্মানির ডাস্টিন ব্রাউনকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে বিদায় করেন মারে। বর্তমান চ্যাম্পিয়ন আগামী শুক্রবার লড়বেন ইতালির ২৮তম বাছাই ফ্যাবিও ফগনিনি।

দুইবারের চ্যাম্পিয়ন নাদালের সেন্টার কোর্টে ফেরাটা হয়েছে দারুণভাবে। যদিও শেষ সেটে প্রতিরোধের মুখে পড়েন তিনি। ডোনাল্ড ইয়ংয়ের বিপক্ষে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে জিতেছেন ৩১ বছর বয়সী স্প্যানিশ তারকা। শুক্রবার তার প্রতিপক্ষ রাশিয়ার ৩০তম বাছাই কারেন কাচানোভ। বিবিসি

/এফএইচএম/