সব বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

শেষ আটে ওঠার পর উচ্ছ্বসিত জোকোভিচউইম্বলডনে মঙ্গলবার দিনের একমাত্র শেষ ষোলোর ম্যাচে আদ্রিয়ান মানারিনোর ‍মুখোমুখি হন নোভাক জোকোভিচ। কিছুক্ষণ খেলা হতেই রাজ্যের হতাশা ঘিরে ধরে সার্ব তারকাকে। সেন্টার কোর্টের টার্ফের বেহাল দশা, কাঁধের চোট ও প্রতিপক্ষের প্রতিরোধ- সব মিলিয়ে বিরক্ত হয়ে পড়েছিলেন সাবেক এক নম্বর। কিন্তু সব বাধা পেরিয়ে সরাসরি সেটে জিতলেন তিনি।

ফরাসি প্রতিপক্ষকে হারিয়ে উইম্বলডনের নবম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। তিনবারের চ্যাম্পিয়ন জিতেছেন ৬-২, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে।

অবাছাই মানারিনোর বিপক্ষে স্বাচ্ছন্দ্যে জিতেছেন ৩০ বছর বয়সী। কিন্তু বিরক্তের ছাপ ছিল তার চোখেমুখে। বেসলাইন ও সার্ভিস লাইনে ছোটখাটো কিছু গর্ত ছিল। কাঁধের ব্যথা ফিরে এলে চিকিৎসার জন্য তাকে থাকতে হয়েছে কোর্টের বাইরে। আর প্রথম সেটে মাথা ব্যথা কমাতে ব্যথানাশক ঔষধ নিয়েছেন তিনি।

জয়ের পর অস্বস্তি নিয়ে জোকোভিচ বলেছেন, ‘ম্যাচের সময় আমি আম্পায়ারকে জানিয়েছিলাম যে সার্ভিস লাইনে কিছু গর্ত আছে। তিনি আমাকে দেখাতে বললে আমি দেখিয়েছি। সেটা দেখে খুব একটা সন্তুষ্ট হননি তিনি। কোর্টগুলোর অবস্থা এ বছর ভালো নয়। অনেক খেলোয়াড় তেমনটা বলেছে। আমি এর চেয়েও ভালো কোর্টে খেলেছি।’

জোকোভিচের জন্য সব থেকে বড় স্বস্তি হচ্ছে ২ ঘণ্টা ১৩ মিনিটে জিতে নিয়েছেন ম্যাচ। এবার তার সামনে টমাস বার্ডিচ। বুধবার কোয়ার্টার ফাইনালে চেক ১১তম বাছাইয়ের মুখোমুখি হবেন বর্তমান চার নম্বর তারকা। বিবিসি, টেলিগ্রাফ

/এফএইচএম/