মেয়ের মা হলেন সেরেনা!

tennis-australian-open-melbourne-park-melbourne-australia_d36677d4-8f92-11e7-af36-115e347150c8গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোর্টে নামেননি সেরেনা উইলিয়ামস। গেল এপ্রিলে আচমকা খবর দেন তিনি মা হতে যাচ্ছেন। গর্ভে দুই মাসের সন্তান নিয়েই সেরেনা জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। গত শুক্রবার তার সন্তান ভূমিষ্ঠের সুখবর দিলেন কোচ প্যাট্রিক মোরাতোগলু।

টুইটার অ্যাকাউন্টে মোরাতোগলু জানান, সেরেনার ঘরে এসেছে ফুটফুটে এক মেয়ে।  রেডিট কোম্পানির সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের বাগদত্তা ৩৫ বছর বয়সী টেনিস তারকা। তাদের ঘর আলোকিত হওয়ার খবর নিশ্চিত করে কোচ লিখেছেন, ‘তোমার মেয়ে সন্তান হওয়ার জন্য অভিনন্দন সেরেনা উইলিয়ামস। আমি খুব খুশি এবং তোমার আবেগ বুঝতে পারছি। যাই হোক, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠো। সামনে আমাদের অনেক কাজ।’

সেরেনা ও ওহানিয়ান আনুষ্ঠানিকভাবে এ খবর না দিলেও ইউএস ওপেনে দ্রুত এ খবর ছড়িয়ে পড়ে। র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা গারবিন মুগুরুসা সাংবাদিকদের মাধ্যমে অভিনন্দন জানান রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামের মালিককে, ‘মেয়ে হয়েছে? দারুণ। আশা করব সে যেন টেনিস না খেলে।’

স্বদেশী স্লোন স্টেফেন্সও উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী আমেরিকানের মা হওয়ার খবরে, ‘আমি খুব খুশি। তার ছোট্ট মেয়েকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আশা করি সে শিগগিরই এ প্রতিযোগিতা দেখতে আসবে।’ দ্য গার্ডিয়ান, বিবিসি, ইএসপিএন