এশিয়ান জুনিয়র টেনিসে রাকিব-জোবায়েদের সাফল্য

রাকিব (ডানে) আর জোবায়েদ সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। ছবি-টেনিস ফেডারেশনএশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসে বালক এককের শিরোপা জিততে পারেনি রাকিব হোসেন, ফাইনালে হেরে গেছে হংকংয়ের ম্যাক্সওয়েল হিওয়ার্ডের কাছে। তবে দ্বৈতে সাফল্য পেয়েছে রাকিব। রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে রাকিব আর জোবায়েদ উৎস ৬-১, ৬-১ গেমে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার জং মিন- হো সন জুটিকে।

প্রথম কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়ে রাকিবের প্রতিক্রিয়া, ‘এককে চ্যাম্পিয়ন হতে পারিনি বলে বেশ খারাপ লেগেছে। তবে দ্বৈতে ভালো করায় খুশি লাগছে।’

রাকিবের আদর্শ সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। একসময় বলবয় ছিল, এখন সে নিজেই খেলোয়াড়। সপ্তম শ্রেণির ছাত্র রাকিবের স্বপ্ন, ‘আমি দেশের সেরা টেনিস খেলোয়াড় হতে চাই, দেশে আর দেশের বাইরে আরও ট্রফি জিততে চাই। সেজন্য অনেক ঘাম ঝরাতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। অবসরের পর কোচও হতে চাই।’

বিকেএসপির অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ আগেও আন্তর্জাতিক অঙ্গনে শিরোপা জিতেছিল। নেপালে অনুষ্ঠিত আইটিএফ অনূর্ধ্ব-১২ প্রতিযোগিতার শিরোপা উঠেছিল তার হাতে।

জোবায়েদকে নিয়ে আশাবাদী বিকেএসপির কোচ রোকনউদ্দীন। তিনি বলেছেন, ‘জোবায়েদের মধ্যে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। সে নেপালে ভালো করেছে, আর ঢাকাতেও সাফল্য পেয়েছে। ভবিষ্যতে সে আরও ভালো করবে।’